বাগেরহাটে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের প্রধান আসামি কারাগারে

ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাট শহরের সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্নসাতের মামলার প্রধান আসামি ব্যাংক কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবুকে (৩৭) কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ দুপুরে দুদকের বিশেষ আদালতের বিচারক জেলা জজ আদালতে আত্নসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তাকে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার পর থেকে এই কর্মকর্তা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। পলাতক থাকা অবস্থায় এই জেষ্ঠ্য কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান বাবু আত্মসাত করা ৩৫ লাখ টাকা ফেরতও দিয়েছিলেন। তিনি বাগেরহাট শহরের সরুই এলাকার শেখ আনিসুর রহমানের ছেলে।

বাগেরহাট সোনালী ব্যাংকের রেল রোডের প্রধান শাখা থেকে ২০১৬ সালের আগষ্ট মাসে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্নসাতের অভিযোগে ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান ও জুনিয়র কর্মকর্তা (ক্যাশ) ও সিবিএ নেতা মো. জাহাঙ্গীর হোসেন খলিফাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অন্য অভিযুক্তরা উচ্চ ও নিম্ন আদালতের মাধ্যমে বর্তমানে জামিনে রয়েছেন।

পূর্ববর্তি সংবাদকাতারে বাংলাদেশ কমিউনিটি গঠন
পরবর্তি সংবাদপাকিস্তান আমলেও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি: সেলিম