বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ইসলাম টাইমস ডেস্ক : ভারতের সুপ্রিমকোর্ট বহুল আলোচিত বাবরি মসজিদ মামলায় মধ্যস্থতার মাধ্যমে সমঝোতার নির্দেশ দিয়েছেন। এজন্য তিন সদস্যের প্যানেল গঠন করে ৮ সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন।

আলোচিত এই মামলায় মধ্যস্থতার জন্য গঠিত ওই প্যানেলে রয়েছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি খালিফুল্লাহ, ধর্মীয় গুরু শ্রীশ্রী রবিশঙ্কর ও সিনিয়র আইনজীবী শ্রীরাম পাঁচু। বিচারপতি এস সি খালিফুল্লাহ এই প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্দেশনা অনুযায়ী ফৈজাবাদের মামলাকারীদের সব পক্ষের সঙ্গে ৮ সপ্তাহে আলোচনার প্রক্রিয়া শেষ করতে হবে এবং চার সপ্তাহের মধ্যে প্রথম প্রতিবেদন দাখিল করতে হবে।

নির্দেশনা অনুযায়ী ক্যামেরার সামনে প্রকাশ্যে মধ্যস্থতা করতে হবে এবং তা পরবর্তীতে সাধারণ মানুষকে অবগত করতে হবে।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

পূর্ববর্তি সংবাদআশুলিয়ায় সুতা কারখানায় ৫ শ্রমিক দগ্ধ
পরবর্তি সংবাদমেননের বিচারের দাবিতে ঢাকা উত্তাল