টাঙ্গাইলে শিক্ষার্থীকে বেত্রাঘাত, মাদরাসা শিক্ষকের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় একজন মাদরাসা শিক্ষককে কারাদণ্ড দেওয়া হয়েছে। শিক্ষার্থীর নাম জোবায়ের হোসেন রাহাত। সে উপজেলা সদরে জামিয়া ওসমানিয়া আরাবিয়ার নাজেরা (শিশু শ্রেণি) বিভাগে পড়তো।

অভিযুক্ত বায়েজিদ হোসেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পদে নিয়োজিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বায়েজিদ হোসেন নরসিংদি জেলার মনোহরদি উপজেলার চর-মান্দুলিয়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

বুধবার (৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ এই আদেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়ার নাজেরা বিভাগে অধ্যয়নরত চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাতকে দেখতে যায় তার বাবা বাবুল হোসেন মিলন। ছেলেকে কান্না করতে দেখে কী হয়েছে জানতে চাইলে বেত্রাঘাতের কথা জানতে পারে এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখতে পান তিনি। পরে এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা পেয়ে ওই শিক্ষককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেব নাথ জানান, বর্তমান সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর বেত্রাঘাত চালানো নিষেধ থাকা সত্ত্বেও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়ার এক শিশু ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করায় ওই ছাত্রের বাবা বিচার চেয়ে লিখিত অভিযোগ করে। পরে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ৬
পরবর্তি সংবাদমুসলিম চ্যান্সেলর প্রশ্নে জার্মান রাজনীতিতে তুমুল বিতর্ক