মালয়েশিয়ায় সামাজিক মাধ্যমে ইসলামবিদ্বেষ ঠেকাতে সাইবার ইউনিট গঠন

ইসলাম টাইমস ডেস্ক : মালয়েশিয়া সরকারের ইসলামিক উন্নয়ন বিভাগ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের উপর নজরদারির জন্য একটি ইউনিট নিয়োগ করেছে। ইউনিটটি ইসলাম, মুসলমান ও মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে অবমাননাকর কিছু প্রচার হচ্ছে কী না তার প্রতি দৃষ্টি রাখবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দাতুক সেরি ড. মুজাহিদ ইউসুফ রাওয়া বলেছেন, মুহাম্মদ সা.-এর সমালোচনা ও ইসলাম নিয়ে বিদ্রূপ করার কারণে এই বিশেষ ইউনিট খোলা হয়েছে।

আজ ৭ মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, এই ইউনিটটি অভিযোগ গ্রহণ করবে এবং তা যাচাই করে সত্যতা পেলে পুলিশ ও মালয়েশিয়ান কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)-কে জানাবে।

ইউসুফ রাওয়া আরও বলেন, আমি আশা করছি, আমরা সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। আমার বিশ্বাস করি, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং সমস্যার সমাধান করবে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল হিসেবে আমি অবশ্যই ইসলাম ও মুহাম্মদ সা.-এর সমালোচনার ব্যাপারে ছাড় দিতে পারি না। আমাদের দেশের আইনেও সেটা দণ্ডনীয় অপরাধ।–মন্ত্রী বলেন।

সূত্র : স্টার অনলাইন

পূর্ববর্তি সংবাদভোলায় কোরআন শরীফ হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের শপথ!
পরবর্তি সংবাদবাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২ চুক্তি ও ৪ সমঝোতা স্মারক সই