বিষাক্ত বর্জ্যে মরে যাচ্ছে নদীর মাছ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

চিনিকলের বিষাক্ত বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি কালচে হয়ে গেছে। 

ইসলাম টাইমস ডেস্ক: জয়পুরহাট চিনিকলের বিষাক্ত বর্জ্য গিয়ে পড়ছে শ্রীখালে। সেখান থেকে তা গড়িয়ে যাচ্ছে তুলসীগঙ্গা নদীতে। বিষাক্ত এ বর্জ্যের ফলে মরে যাচ্ছে নদীর মাছসহ জলজ প্রাণী গুলো। সেই সঙ্গে বিষাক্ত বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ প্রতিবছর তাদের বর্জ্য ঢেলে দিচ্ছে শ্রীখাল ও নদীটিতে।

জয়পুরহাট চিনিকলের দুষিত বর্জ্যে প্রথমে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির মরা খালে এসে পড়ছে। সেখান থেকে তা আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় শ্রীখালে গিয়ে পড়ছে। দুর্গন্ধযুক্ত কালচে রঙের সেই পানি শ্রী খাল দিয়ে প্রবাহিত হয়ে তুলসীগঙ্গা নদীতে মিশছে।

এলাকাবাসী জানান, প্রায় একমাস পূর্বে জয়পুরহাট চিনিকলের দূষিত বর্জ্য শ্রীখালে পড়ে। এরপর খালটির সব মাছ মরে ভেসে উঠে। ওই পানি তুলসীগঙ্গা নদী এলে নদীর মাছসহ জলজপ্রাণী গুলো মরে ভেসে উঠে। দূষিত বর্জ্যের কারণে শ্রীখাল ও নদীর পানি কালচে রঙের আকার ধারণ করেছে।

শ্রীখালের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোতালেব হোসেন জানান, গত বছরে জয়পুরহাট চিনিকলের বর্জ্যরে কারণে আমাদের অর্থায়নে ছাড়া প্রায় এক লক্ষ দশ হাজার টাকার মাছ মরে গিয়েছিল। ক্ষতিপূরণ চেয়ে চিনিকল কর্তৃপক্ষের কাছে চিঠি দিলে তার মাত্র ত্রিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিল। অবশিষ্ট ৮০ হাজার টাকা আমরা আজও আমরা পাইনি। এ বছর আমাদের সমিতি থেকে খালে পঞ্চাশ হাজার টাকার বিভিন্ন পোনা মাছ ছেড়ে ছিলাম। সেই মাছ ও দেশি মাছ মিলে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।

আওয়ালগাড়ী উত্তর বালু পাড়া গ্রামের ইউনুস আলী বলেন, আমার বাড়ি শ্রী খালের উপরে। দিনের বেলা চিনিকলের দূষিত পানির গন্ধ একটু কম হয়। রাতে দুর্গন্ধে বাড়িতে টেকা দায়।

আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, চিনিকলের বিষাক্ত বর্জ্যের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকার জানানো হয়েছিল। চিনিকল কর্তৃপক্ষ গত বছর আমাদের নিশ্চিত করেছিল যে, বিষাক্ত বর্জ্য নদীতে আর আসবে না। কিন্তু এ বছরেও নদীতে সেই বিষাক্ত বর্জ্য এসেছে। এতে নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের মাছের দুইটি অভয়াশ্রমের সবগুলো মাছ মরে গেছে। বিষাক্ত বর্জ্যগুলো নদীতে এসে পড়ায় প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

পূর্ববর্তি সংবাদসীতাকুণ্ডে ৬ ডাকাত আটক
পরবর্তি সংবাদআলোচনায় বসতে যাচ্ছে ভারত ও পাকিস্তান