তেজগাঁওয়ে বেতনভাতা বৃদ্ধির দাবিতে অবরোধ

ইসলাম টাইমস ডেস্ক: আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে বেতনভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাখালী-মগবাজারসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবস্থা স্বাভাবিক হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ববর্তি সংবাদভারতে বিজেপির বিধায়ক ও সাংসদের জুতা মারামারি (ভিডিও)
পরবর্তি সংবাদনবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ