কাশ্মীর সীমান্তে আবারও গোলাগুলি

ইসলাম টাইমস ডেস্ক : বিতর্কিত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের ব্যাপক গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে ভারত ও পাকিস্তান পরস্পরের প্রতি সীমান্তে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোলে (এলওসি) বুধবার এই গোলাগুলির ঘটনা ঘটে।

ভারতের প্রতিরক্ষা দফতরের একজন মুখপাত্র বলেন, ‘বুধবার আনুমানিক সকাল সাড়ে দশটায় সীমান্তের ওপারে থাকা সেনারা ভারতের নওশেরা ও সুন্দেরবানি সেক্টরের সেনাবাহিনীর ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে। সীমান্ত চুক্তি লংঘন করায় ভারতীয় সেনারাও এমন হামলার জবাব দিয়েছে।’

তাছাড়া গত মঙ্গলবার কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাঁটি ও রাজৌরি জেলার নওশেরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় ভারতীয় এক সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাল্টাপাল্টি গোলাবর্ষণ শুরু হওয়ায় কর্তৃপক্ষ ওই দুই জেলার সীমান্তের পাঁচ কিলোমিটারের ভেতরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে।

অপরদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র বলছেন, ‘নয়াদিল্লি নিয়মিতই সীমান্ত আইন লংঘন করছে। তাদের সেনাদের এমন গোলাবর্ষণের ঘটনা চলতে থাকলে পাকিস্তানও ভারতীয় হামলার জবাব দিতে প্রস্তুত আছে।’

পূর্ববর্তি সংবাদপুলওয়ামায় নিহত ভারতীয় সেনা-পরিবারকে ১১০ কোটি রুপি দেবেন মুসলিম ব্যবসায়ী!
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় স্বর্ণখনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬