মাওলানা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ.-এর সহধর্মীনি গুরুতর অসুস্থ: দোয়া কামনা সবার কাছে

ইসলাম টাইমস ডেস্ক: প্রখ্যাত গবেষক লেখক মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ মুহাম্মাদ ইয়াহইয়া রহ.-এর সহধর্মীনি গুরুতর অসুস্থ। গত বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে আজ (৫ মার্চ) দুপুরে তাকে নেয়া হয়েছে আ্সিইউতে।

জানা গেছে, ডায়বেটিসের মাত্রা বেড়ে যাওয়ায় ৬০ বছর বয়সী মুহতারামার কিডনি আক্রান্ত হয়ে পড়েছে। এরই মধ্যে কিডনি ডায়ালাইসিস করা হয়েছে একাধিকবার। রক্তচাপ ঘনঘন ওঠানামা করছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে তাকে নেয়া হয়েছে আইসিইউতে।

মুহতারামার জামাতা মাওলানা আবদুল্লাহ মুকাররম ইসলাম টাইমসকে জানান, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিশেষভাবে চিকিৎসা তদারকি করছেন ওই হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও মাওলানা আবুল ফাতাহ রহ.-এর ছাত্র হাফেজ মাওলানা ডাক্তার আবদুল বারী।

ডাক্তার আবদুল বারী ও মাওলানা আবদুল্লাহ মুকাররম মাওলানা আবুল ফাতাহ রহ.-এর অসুস্থ সহধর্মীনির সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তি সংবাদএক ভেন্যুতে স্থগিত হলেও আরেক ভেন্যুতে বক্তৃতা করছেন অরুন্ধতী রায়
পরবর্তি সংবাদমানব পাচার রোধ করা যাচ্ছে না কেন? বিশিষ্ট দুই আলেম যা বললেন