ইসলামি শিক্ষার বিরুদ্ধে মেননের বক্তব্য অশালীন: ছাত্র জমিয়ত বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি জাতীয় সংসদে রাখা বক্তব্যে দেশের আলেমসমাজ ও সর্বজন শ্রদ্ধেয় আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে পতিত বামনেতা রাশেদ খান মেননের দেয়া অশালীন ও আক্রমণাত্মক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ।

আজ সন্ধ্যায় প্রেস সেক্রেটারি মাহফুজুর রহমান কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এই নিন্দা ও প্রতিবাদ জানান।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, রাশেদ খান মেনন দেশের শান্তিপ্রিয় সকল আলেম-উলামা ও দেশের সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিত্ব আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে যে বক্তব্য রেখেছেন তা অশালীন, কুরুচিপূর্ণ ও চরম ঔদ্ধত্যমূলক৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই ৷

তিনি আরো বলেন, মূলত গণধিকৃত মেননরা এ দেশে সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান সহ্য করতে পারেন না ৷ নিজেদের গণভিত্তি না থাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফায়দা লুটাই তাদের পুরনো চরিত্র ৷

তিনি বলেন, এরা দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজনীতি করেনা ৷ বিদেশী অপশক্তির ক্রীড়নক হয়ে পরিস্থিতি ঘোলাটে করতেই তৎপর থাকেন ৷
আরও পড়ুন : ইসলামি শিক্ষা ও ব্যক্তিত্বকে নিয়ে রাশেদ খান মেননের বিষোদগার

পূর্ববর্তি সংবাদমদিনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের শিক্ষার্থীরা
পরবর্তি সংবাদনির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় : নির্বাচন কমিশনার