জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় ইরি ধানের ফসলী জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে তারেক হোসেন (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মনপুরা গ্রামের আবু সুফিয়ানের ছেলে।

আজ (সোমবার) তার মৃত্যু হয়।

জানা গেছে, রবিবার বিকালে ওই কৃষক স্থানীয় মনপুরা গ্রামের উত্তর বিলে ইরি ধানের জমিতে ওষুধ স্প্রে করছিল। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে পথিমধ্যে সোমবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পূর্ববর্তি সংবাদইয়াবায় সংশ্লিষ্টতায় নারায়ণগঞ্জ সদরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ
পরবর্তি সংবাদপ্রাইভেটকারকে ধাক্কা দিয়ে উল্টে গেল ‘রাইদার’ বাস