মিশরে আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতা শুরু

ইসলাম টাইমস ডেস্ক: মিশরের পোর্ট সাইয়িদ শহরে দ্বিতীয়-বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়েছে।

গতকাল (১ মার্চ) শুক্রবার কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি শুরু হয়েছে।

আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠানটি ‘শায়েখ আব্দুল বাসেত আব্দুস সামাদ’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি একাধারে ৫ম মার্চ পর্যন্ত চলবে।

আরব ও আফ্রিকা থেকে ২৯টি দেশের ৫৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এ প্রতিযোগিতা কুরআন হেফজ, সাউত এবং ধর্মীয় উদ্যোগ বিষয়ে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন।

প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আল-আযহারের কুরআন সংশোধন ও পর্যালোচনা কমিটির চেয়ারম্যান আব্দুল করিম সালেহ ।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মোদবোলির তত্ত্বাবধায়নে এবং পোর্ট সাইয়িদ শহরের গভর্নর আদলে আল-আজবানের সহযোগিতায় উক্ত শহরে অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ববর্তি সংবাদকাদিয়ানী সম্প্রদায় মুসলিম পরিচয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে: বাবুনগরী
পরবর্তি সংবাদনবীজীবনী পড়ে ইসলাম গ্রহণ করলেন ব্রিটিশ বৃদ্ধ