পাবনায় ডিবি পরিচয়ে ডাকাতি, গণপিটুনিতে মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: পাবনার ঈশ্বরদী উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টা করে  গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ে এক যুবক (২৭) নিহত হয়েছেন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয়  জানা সম্ভব হয়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী গণমাধ্যমকে বলেন, পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে মুলাডুলি ইউনিয়ন পরিষদ সদস্য তারা মেম্বার জানান, আমার বাড়ির পাশে কমলা ও তাজুল মেম্বারের বাড়িতে একদল ডাকাত হানা দিলে গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। কয়েকজন পালিয়ে গেলেও অপর জনকে ধরে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

পূর্ববর্তি সংবাদদিনাজপুরে ভিক্ষা বন্ধে ইউএনও’র অভিনব প্রয়াস
পরবর্তি সংবাদহেলমান্দ প্রদেশে তালেবানের হামলা, ২৩ আফগান নিরাপত্তা বাহিনী নিহত