নওগাঁয় অপহৃত ছাত্রী জাবি ছাত্রী হল থেকে উদ্ধার!

ইসলাম টাইমস ডেস্ক : নওগাঁর আত্রাই উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত হওয়ার পাঁচ দিন পর তাকে উদ্ধার করা হলো। স্কুল ছাত্রীটি এখন পরিবারের কাছেই রয়েছে। তার নাম মিজানা শারমিন (১৪)।

র‍্যাব-৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরিয়ার জানান, গত ২৩ ফেব্রুয়ারি সকালে নওগাঁর আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী অপহরণ করা হয়। সে আত্রাই উপজেলার কাশিয়া বাড়ি গ্রামের রহিদুল ইসলামের মেয়ে।

অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা ছাত্রী হল থেকে উদ্ধার করা হয়। পরে মিজানা শারমিনকে নাটোর র‍্যাব ক্যাম্পে নিয়ে এসে তার মা তানিয়া বেগমের কাছে হস্তান্তর করা হয়। অপহরণের প্রধান আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাবের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদভোট পড়েছে ৩১ শতাংশ, আতিক ছাড়া অন্যদের জামানত বাজেয়াপ্ত
পরবর্তি সংবাদপাকিস্তানে বিমান হামলা : মাদরাসাকে ক্যাম্প ভেবে গুড়িয়ে দিতে চেয়েছিলো ভারত!