দারুল দেওবন্দের মোহতামিম হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা

এম এম ইসলাম ।। দেওবন্দ থেকে

ভারতের দারুল উলুম, দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানি গুরুতর অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি হয়েছেন।

আজ ২৮ ফেব্রুয়ারি সকালে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

এর আগে দুইদিন যাবত মুফতি আবুল কাসেম নোমানি জ্বর ও পেটের ইনফেকশনে ভুগছিলেন। আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়।

তিনি অত্র অঞ্চলের প্রসিদ্ধ চিকিৎসক ডা. ডি কে জিন-এর তত্ত্বাবধানে তার ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। দায়িত্বশীল চিকিৎসক তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

তবে তিনি মুফতি আবুল কাসেম নোমানিকে ৭২ ঘণ্টা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন।

দেওবন্দ মাদরাসার দায়িত্বশীলগণ মুফতি আবুল কাসেম নোমানির দ্রুত আরোগ্য কামনা করে সকলে কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তি সংবাদঅনুমোদিত নয় এমন কাজ স্বপ্ন-ইস্তেখারার মাধ্যমে বৈধতা পায় না : মুফতি নুরুল আমিন
পরবর্তি সংবাদবইমেলার সময় বাড়ল ২ দিন