চাঁদপুরে এক পরিবারের ৮ জনের ইসলাম গ্রহণ

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় হিন্দু থেকে একই পরিবারের ৮জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

মুসলমানদের ধর্মীয় বিধি-বিধান ও নিয়ম কানুন ভালো লাগায় হিন্দু পরিবারটি দীর্ঘ দিন থেকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। পরে তারা একসঙ্গে পরিবারের ৮ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

কচুয়ার দহুলিয়া দরবারের পীর মাওলানা আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলীর কাছে ইসলামের কালিমা পাঠ করে মুসলমান হন এবং নিজেদের হিন্দু নামের পরিবর্তে মুসলিম নাম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণকারীরা হলেন- গৌরাঙ্গ (ইব্রাহিম খলিল), স্ত্রী আলো রানী (আফরোজা), কন্যা মিতা (জান্নাত), ছেলে হৃদয় (আব্দুল্লাহ), লক্ষী (কাজলী), প্রতিমা (সীমা), মিতু ও সাধনা।

ইসলামগ্রহণকারী ইব্রাহিম খলিল বলেন, ইসলাম হলো শান্তির বাণী। ইসলামে রয়েছে আল্লাহর অনেক রহমত। তাই আমি হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। পাশাপাশি আমার সাথে ও আমার পরিবারের সদস্যরাও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইউপি সদস্য লোকমান মিয়া বলেন, হিন্দু ধর্ম থেকে গৌরাঙ্গ ও তার পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিষয়টি খুব ভালো। এলাকাবাসী তাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

পূর্ববর্তি সংবাদরাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা মুসলমানদের প্রাণের দাবি : নারায়ণগঞ্জে ইমাম সম্মেলনে বক্তারা
পরবর্তি সংবাদবন্দী ভারতীয় পাইলটকে মুক্তি দেয়ার ঘোষণা দিলেন ইমরান খান