‘হাইকোর্টের রায়ে কাদিয়ানিরা কাফের, সরকারকে তা বাস্তবায়ন করতে হবে’

ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কতৃক আয়োজিত ৮ দিনব্যাপী ঢাকা ইমাম সম্মেলন ৬ নং জোনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম বলেন, ১৯৯৩ সালে হাইকোর্টের রায় অনুযায়ী বাংলাদেশে কাদিয়ানীরা কাফের সাব্যস্ত হয়েছে। সরকারকে তা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হবে। মুসলিম পরিচয়ে কাদিয়ানিদের বাংলাদেশে বসবাসের সুযোগ নেই। তারা সংখ্যালঘু কাফের।

সভাপতির বক্তব্যে মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, শুধু মিটিং মিছিল সভা-সমাবেশের নাম আন্দোলন নয় বরং আন্দোলনের অংশ বিশেষ। বই, প্রচারপত্র, বয়ান ইত্যাদি দ্বারা মানুষের ঘরে ঘরে খতমে নবুওয়তের দাওয়াত পৌঁছে দেয়া এটা আসল বুনিয়াদি আন্দোলন। এ ব্যাপারে ইমামদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন খতমে নবুওয়ত আন্দোলন পরিষদের সেক্রেটারি মাওলানা ক্বারি আব্দুল খালিক আসআদি, তাহাফফুজে খতমে নবুওয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ন মহা সচিব মাওলানা মুহিউদ্দিন রব্বানী, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের সেক্রেটারি মাওলানা লোকমান মাজহারী, কেন্দ্রীয় সদস্য মাওলানা ফজলুল করিম কাসেমি, দারুল উলুম মিরপুর ৬ এর শিক্ষা সচিব মাওলানা নজিরুল ইসলাম।

ইমাম সম্মেলনে বক্তারা বলেন, কিয়ামতের দিন নবির সুপারিশ পেতে হলে খতমে নবুওয়ত আন্দোলন করতে হবে। খতমে নবুওয়ত আন্দোলন পরিষদ ও তাহাফফুজে খতমে নবুওয়তের দাবি এক ও অভিন্ন। অতএব ৬ নং জোনের ইমামগন তাহাফফুজে খতমে নবুওয়তের ব্যনারে ঐক্যবদ্ধ। আগামী দিনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে তাহাফফুজে খতমে নবুওয়ত ঘোষিত যে কোন কর্মসুচি বাস্তবায়নে ইমামগন দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন, শাহ আলি থানা ইমাম পরিষদ-এর সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, খতমে নবুওত মিরপুর থানা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন, পলাশনগর আনোয়ার উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, জামিয়া দীনিয়া কল্যাণপুরের মুহতামিম মাওলানা ঈসা কাসেমী, জামিয়া আশরাফিয়া পল্লবীর মুহতামিম মাওলানা ওহিদুজ্জামান, জামিয়া মিল্লিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, দারুল হাবীব বাউনিয়াবাঁধ মাদরাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা নুর মুহাম্মাদ কাসেমী, মাওলানা রাশেদ বিন নুর প্রমুখ।।

পূর্ববর্তি সংবাদসিএনজিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তি সংবাদসন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া সেই মায়ের লাশ উদ্ধার