রাতভর ঝিরিঝিরি বর্ষণ, সকালে হঠাৎ মুঠি মুঠি আলো

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকায় সোমবার রাতভর কখনও ঝিরিঝিরি আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। খুব ভোরে একটুখানি বিরাম নিয়ে আবার শুরু হয়েছে তুমুল বৃষ্টি। সঙ্গে গা–শিরশিরে ঠান্ডা হাওয়া।এরপর সকাল আটটার দিকে হঠাৎ আলোর ঝলকানি। মুঠি মুঠি আলো ছড়ানো উজ্জ্বল রোদ।

এদিকে মুষলধারে বৃষ্টিতে  সকালবেলায় সন্ধ্যার লাইট জ্বালিয়ে চলেছে যানবাহন। একদিকে বর্ষণ, আরেকদিকে গণপরিবহন সংকট- দুই মিলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাবাসী। আবার সঙ্গে ছাতা না থাকায় ভিজতে বাধ্য হয়েছেন অনেকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা  রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তি সংবাদচকবাজার ট্র্যাজেডি : এখনও থামেনি মৃত্যুর মিছিল
পরবর্তি সংবাদকাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর বোমা হামলা