সুনামগঞ্জে লিসাস-এর লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জে লিখনী সাহিত্য সংসদ (লিসাস)-এর উদ্যোগে তরুণদের নিয়ে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী লেখালেখির এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মাহবুব সালমানের পাঠানো এক বার্তায় এ খবর জানানো হয়।

মাহবুবুল হক সালমানের সঞ্চালনায় ও মাওলানা মুতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন আবিম’স ভাষা শিক্ষা কোর্স ঢাকার পরিচালক আইয়ুব বিন মঈন,ছড়াকার জগলুল হায়দার, লেখক মাওলানা আমিন ইকবাল।

এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন কবি নুর-ই-সাত্তার, কবি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা ইমদাদুল হক হাসারচরী,মাওলানা আবুল কালাম আজাদ, সাংবাদিক মাওলানা আব্দুল বাছির সরদার,মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা কয়েছ আহমদ, মাওলানা আখলাক আহমদ, রব্বানী রউফ, মাওলানা রায়হান বিন মুরশিদ, মাওলানা রিয়াজ বিন আব্দুল গণী, মাওলানা শামীম আহমদ, মুফতি মানসূর আহমদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদউইঘুর মুসলিমদের নয়, চীনকেই বেছে নিলেন সৌদি যুবরাজ
পরবর্তি সংবাদঅরুণাচলে উপ-মুখ্যমন্ত্রীর বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষোভকারীরা