ভেনেজুয়েলা সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক:  কলম্বিয়া ও ব্রাজিল থেকে আসা মানবিক সাহায্য বন্ধ করে দেয়ায় ভেনেজুয়েলা সীমান্তে ভয়াবহ সংঘর্ষ বেঁধেছে। এতে এ পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিক্ষোভকারীরা ত্রাণ সংগ্রহ ও পরিবহনের চেষ্টা করায় তাদের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে ভেনেজুয়েলার আইনশৃঙ্খলা বাহিনী।

মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে, সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং কমপক্ষে দুই জন প্রাণ হারিয়েছে।

ভেনেজুয়েলায় চলা ‘অর্থনৈতিক সংকটের’ প্রেক্ষিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে বিরোধী দল। তবে এটিকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

সূত্র: বিবিসি

পূর্ববর্তি সংবাদকুমিল্লার বরুড়ায় বিদ্রোহীর সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর
পরবর্তি সংবাদশাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, নিরাপদে আছেন ক্রু-যাত্রী সবাই