চকবাজারের ঘটনায় খেলাফত মজলিসের শোক, আগামীকাল বায়তুল মোকাররমে দোয়া অনুষ্ঠান

ইসলাম টাইমস ডেস্ক : ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতজনের মৃত্যু, বহু মানুষের গুরুতর আহত এবং ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তারা।

তারা বলেন, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সারা জাতি শোকাহত। যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি এবং যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

নেতৃদ্বয় সরকারের কাছে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য যথাযথ ক্ষতি পূরণ দাবি করেন।

এছাড়াও আগামীকাল শুক্রবার সারা দেশে বাদ জুমা সকল মসজিদে নিহত ও আহতদের জন্য দোয়া করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এর আগে আজ সকাল ১১.৩০টায় সংগঠনের যুগ্ম মহাসচিব জনাব শেখ গোলাম আসগরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকলের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর উদ্যোগে আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে। দোয়া পরিচালনা করবেন আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক।

এতে দলমত নির্বিশেষে সকলকেই অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগর।

পূর্ববর্তি সংবাদচকবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য চরমোনাই মাহফিলে বিশেষ দোয়া
পরবর্তি সংবাদচকবাজার অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য খতিবদের প্রতি দোয়ার আহ্বান জানালেন মধুপুরের পীর