মোবাইল-ফোনে বিবাহের বিধান কী?

প্রশ্ন : আমাদের বাড়ির পাশে একটি মেয়েকে সৌদি অবস্থানরত একজন বাংলাদেশী ছেলের সাথে মোবাইলে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের সময় উভয় প্রান্তে লাউড স্পিকারে অনেক লোক বিয়ের সাক্ষী ছিল। বর্তমানে তাদের একটি সন্তানও হয়েছে।জানার বিষয় হল, মোবাইলে তাদের এ বিয়ে কি সহীহ হয়েছে? আর না হলে বর্তমান সন্তানের হুকুম কী? জানালে উপকৃত হব।

উত্তর : বিবাহ সহীহ হওয়ার জন্য একই মজলিসে সাক্ষীদের সম্মুখে উভয় পক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ইজাব-কবুল হওয়া জরুরি। আর মোবাইল বা ফোনে বিবাহে এ শর্ত পাওয়া যায় না। তাই প্রশ্নোক্ত বিবাহ সহীহ হয়নি।

এভাবে প্রবাসে অবস্থানরত ব্যক্তি বিবাহ করতে চাইলে তারপদ্ধতি হল, ছেলে এ দেশে তার পক্ষে বিবাহ সম্পন্ন করার জন্য একজন উকিল তথা প্রতিনিধিনিযুক্ত করবে।

ওই উকিল বিবাহের মজলিসে উপস্থিত হয়ে সাক্ষীদের সম্মুখে প্রবাসীর পক্ষ থেকে ইজাব বা কবুলের মাধ্যমে বিবাহকার্য সম্পন্ন করবে। যেহেতু প্রশ্নোক্ত দম্পতির বিবাহ সহীহ হয়নি তাই এখন তাদের করণীয় হল, অনতিবিলম্বে নতুন করে মোহর  ধার্য করে সাক্ষীদের সম্মুখে বিবাহ পড়িয়ে নেওয়া। আর বিগত জীবনের জন্য অন্তরেরঅন্তস্থল থেকে তওবা-ইস্তিগফার করা।

প্রকাশ থাকে যে, তাদের ঐ সন্তানটি বৈধ এবং সে পিতামাতার মিরাসেরও হকদার হবে। (ফাতাওয়া হিন্দিয়া ১/২৯৪, ১/৩৬৯; আদ্দুররুল মুখতার ৩/৫১৬; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৬)

[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা]

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে নকল, বিক্রয় নিষিদ্ধ বিদেশি ও সরকারি ওষুধ জব্দ
পরবর্তি সংবাদএভাবে ওয়াজ করানোর কী দরকার?