ইতিহাস বিকৃতির অভিযোগে শুভংকর সাহাকে হাইকোর্টে তলব

ইসলাম টাইমস ডেস্ক : ইতিহাস বিকৃতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শুভংকর সাহাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার আদালত এ আদেশ দেন।

আদালত বলেছে, তিনি হাজির না হলে সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

শুভংকর সাহা বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ের সম্পাদনা কমিটির সম্পাদক ছিলেন। এই বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না ছাপানোর বিষয়ে বলেছেন, ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে বঙ্গবন্ধুর ছবি পাওয়া যায় নি।

পূর্ববর্তি সংবাদছোহবতে বা-আহলে দিল
পরবর্তি সংবাদকচুয়ায় সড়ক দুর্ঘটনায় মাদানীনগর মাদরাসার ছাত্র নিহত