শাজাহান খানকে দিয়ে সড়ক আর বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ হবে কি: ফখরুল ইমাম

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে প্রধান করে সড়ক দুর্ঘটনা এবং সাবেক সংসদ সদস্য ‘আব্দুর রহমান বদিকে দিয়ে মাদক নিয়ন্ত্রণ কতটা সম্ভব হবে এনিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির ফখরুল ইমাম।

জাতীয় পার্টির ফখরুল ইমাম সংসদে জানতে চেয়েছেন, ‘আব্দুর রহমান বদিকে (কক্সবাজার থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য) দিয়ে মাদক নিয়ন্ত্রণ আর শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ কতটা সম্ভব?’

ফখরুল ইমাম আরো বলেন, ‘গরু-ছাগল চিনলে লাইসেন্স দেওয়া যাবে শাজাহান খানের এই মন্তব্যে সারা দেশে তোলপাড় হয়েছিল। ওনার এক হাসি ওই সময় দেশে কী পরিস্থিতি তৈরি করেছিল। তাকে দিয়ে সরকারের কতখানি কমিটমেন্ট রক্ষা হবে।’

জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘এখানে ব্যক্তি বিষয় নয়। একজনই পুরো রিপোর্টটি প্রণয়ন করবেন না। তিনি যেহেতু অভিজ্ঞ মানুষ সেজন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। এখানে যতটা না আশা করা হচ্ছে তার থেকে ভালো রিপোর্টও তো আসতে পারে।’

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নে এ আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এদিকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ঢাকার একটি অনলাইন গণমাধ্যমকে বলেছেন, ‘দেশে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। কিন্তু দুর্ঘটনা রোধের জন্য যে কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির প্রধান তো স্বীকারই করছেন না, দেশে দুর্ঘটনা বাড়ছে। তাহলে তার নেতৃত্বের কমিটি কী করতে পারবে।‘

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘শাজাহান খান বৈঠকে বলেছেন, দেশে মানুষ বাড়ছে, পরিবহন বাড়ছে, দুর্ঘটনা তো বাড়বেই। এখন বিষয়টা হচ্ছে, সব কিছু বাড়বে তাই বলে দুর্ঘটনাও বাড়বে? এটা উনি সমর্থন দিতে পারেন? তার নেতৃত্বে গঠিত কমিটির কী হবে আমি বুঝতে পারছি না।’

 

 

 

 

 

 

 

 

পূর্ববর্তি সংবাদদ্বিতীয় দিনেও নেই লোক সমাগম : এক বয়ানে ওয়াসিফুল ইসলাম, আরেক তরজমায় ছিলেন জিয়া বিন কাসেম
পরবর্তি সংবাদবাংলাদেশীকে ধাওয়া করে পানিতে ডুবে মরল এক বিএসএফ সদস্য