তাবলিগের অন্যতম মুরুব্বি মাওলানা ইয়াকুবের ইনতেকাল

সাদ আবদুল্লাহ মামুন ।।

তাবলিগ জামাতের অন্যতম মুরুব্বি হযরত মাওলানা ইয়াকুব সাহেব ইনতেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার রাত সাড়ে নয়টার পর তিনি ইনতেকাল করেন। রায়বেন্ড তাবলিগ মারকাযের সূত্রে এ খবর জানা গেছে।

হযরত মাওলানা ইয়াকুব রহ. নিযামুদ্দীন মারকাযের সবচেয়ে প্রবীণ আকাবির ছিলেন। তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রহ.-এর সোহবত-সান্নিধ্যধন্য ছিলেন। মাওলানা ইয়াকুব রহ. ছিলেন রায়বেন্ডের হাজি আবদুল ওয়াহহাব রহ. এর সাথী এবং তাবলীগ জামাতের আলমি শূরার অন্যতম সদস্য।

মাওলানা ইয়াকুব রহ. নিযামুদ্দীন মারকাযের- মাদরাসা কাশিফুল উলুম বাংলাওয়ালি মসজিদের- শাইখুল হাদিস ছিলেন। তিনি তাবলিগের বিতর্কিত মুরুব্বি মাওলানা সাদ এবং তার পিতার সরাসরি উসতাদ ছিলেন।

নিযামুদ্দীন মারকাযে মাওলানা সাদ যখন আকাবিরের তরয-তরিকার খেলাফ নিজের মনমতো দাওয়াত ও তাবলিগের উসুল বানানো, আকিদাবিরোধী কথাবার্তা বলা শুরু করেন তখন যারা এর প্রতিবাদ করেন তাদের মধ্যে মাওলানা ইয়াকুব রহ. অন্যতম। যে কারণে তিনি নিযামুদ্দীন মারকাযে বিভিন্ন অসৌজন্যমূলক আচরণের শিকার হন এবং নিযামুদ্দীন মারকায ত্যাগে বাধ্য হন।

মাওলানা ইয়াকুব রহ. দারুল উলুম দেওবন্দের ছাত্র এবং শাইখুল ইসলাম হযরত মাওলানা হোসাইন আহমাদ মাদানী রহ.-এর শাগরিদ। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড়ের কাদিয়ানি ইজতেমা বন্ধ ঘোষণায় প্রশাসনকে খেলাফত আন্দোলনের অভিনন্দন
পরবর্তি সংবাদনোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২