ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্মেলন করছে আয়ারল্যান্ড

ইসলাম টাইমস ডেস্ক : ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়ারল্যান্ড একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সম্মেলনটি দেশটির রাজধানী ডাবলিনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে ফ্রান্স, সুইডেন, বুলগেরিয়া, জর্ডান ও মিসরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।

ডাবলিনে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহমদ আনাদিল রাজেক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঁচ মাস আগ থেকে সম্মেলনের প্রস্তুতি চলছে। সম্মেলনে ‘ডিল অব সেঞ্চুরি’-এর সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা করা করা হবে। কেননা এর সঙ্গে ফিলিস্তিনিদের পুনঃবাসন ও পুনঃমিলন এবং ফিলিস্তিনি সংকট নিষ্পত্তির বিষয়টি জড়িত।

ইসরাইল এই সম্মেলন আয়োজনে বাধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন।

আনাদিল রাজেক আরও বলেন, আইরিশ কর্তৃপক্ষ সংকটের সমাধান বের করার চেষ্টা করছেন। তারা ইতিমধ্যে ইসরাইলের দখলকৃত ভূমিতে উৎপাদিত পণ্য আমদানিকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে একটি আইনি খসড়া চূড়ান্ত করেছে। যা আইরিশ পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

এটি অনুমোদন পেলে আয়ারল্যান্ড অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণকারী প্রথম দেশ হবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

পূর্ববর্তি সংবাদনোয়াখালীর সুবর্ণচরে নারী কনস্টেবলের আত্মহত্যা
পরবর্তি সংবাদকবি আল মাহমুদ আর নেই