পঞ্চগড়ে কাদিয়ানিদের কথিত ইজতেমা বন্ধের দাবিতে হাটহাজারীতে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক আয়োজিত পঞ্চগড়ে “জাতীয় ইজতেমার নামে ঈমানবিধ্বংসী কার্যক্রম বন্ধ ও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷

আজ ১১ ফেব্রুয়ারী সোমবার বাদ আসর হাটহাজারী মাদরাসার মুহাদ্দীস মাওলানা আহমদ দীদার কাসেমীর সভাপতিত্বে আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ হাটহাজারী শাখার উদ্যোগে হাটহাজারী ডাক বাংলো চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ৷

সমাবেশ বক্তারা বলেন,  বিশ্বশান্তির অগ্রদূত হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ও রাসুল হিসেবে অস্বীকারকারী কাদিয়ানীরা কাফের৷ ৯০% মুসলমানের দেশে খতমে নবুওয়াত অস্বীকারকারী প্রতারকদের কার্যক্রম চলতে পারে না। অনতিবিলম্বে কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ-সহ রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজদের দালাল ৷ আকিদায়ে খতমে নবুওয়াত ঈমানের অবিচ্ছেদ্য অংশ৷ কাদিয়ানীরা কাফের, তাদের সাথে মুসলমানদের বিবাহ বন্ধন-সহ সর্বপ্রকারের আত্মীয়তা সম্পর্ক করা হারাম ৷কাদিয়ানীরা অমুসলিম; তাদের কোনো মসজিদ হতে পারে না ৷ নামায, রোজা হজ্জ, যাকাত ইত্যাদি ইসলামী পরিভাষা কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না৷ কোনো কাদিয়ানী মারা গেলে তার জানাযা পড়া যাবে না এবং মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না৷

আরও পড়ুন : কাদিয়ানীদের পক্ষাবলম্বনকারী রেলমন্ত্রী সুজনের পদত্যাগ দাবি আলেমদের

আল্লামা বাবুনগরী আরো বলেন, অনতিবিলম্বে পঞ্চগড়ে যদি কাদিয়ানীদের ঈমান বিধ্বংসী ইজতেমা বন্ধ করতে হবে। না হয় তৌহিদী জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে৷

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, হাটহাজারি উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, জনাব আহসান উল্লাহ মাস্টার, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল কাছেমী, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন : যারা কাদিয়ানি হচ্ছে তাদের বড় অংশই বুঝতে পারে না যে, তারা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে : মাওলানা আবু সালমান

পূর্ববর্তি সংবাদবাংলাদেশের পদ্মার মা ইলিশ সরিয়ে নিতে ভারতের কৌশল
পরবর্তি সংবাদসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া