আদালতের রায় বাংলা ভাষায় লেখা উচিত : ডেপুটি স্পিকার

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ‌‘অনেক আন্দোলন সংগ্রাম আর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষায় উচ্চ আদালতের রায় লেখার মাধ্যমে ভাষা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা যায়।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলে রাব্বী মিয়া বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের সংবিধানে সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের বাধ্যবাধকতা রয়েছে। তাই যেসব সম্মানিত বিচারকগণ এখনো ইংরেজি ভাষায় বিচারের রায় লিখছেন তাদের উচিত বাংলা ভাষায় বিচারের রায় লেখাসহ আদালতের সমস্ত দাপ্তরিক কাজ বাংলাভাষায় লিপিবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা।’

পূর্ববর্তি সংবাদঅবৈধভাবে ১০ বছর ধরে সরকারি গাড়ি দখল করে রেখেছেন সিবিএ নেতা আলাউদ্দিন
পরবর্তি সংবাদসেতু না থাকায় ভেলায় ভাসিয়ে নেওয়া হলো লাশ