তুরস্কের ইস্তাম্বুলে আটতলা ভবন ধসে নিহত ১৬

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে একটি আটতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। তুরস্কের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার বিকালে ভবনটি ধসে পড়ে।

প্রাথমিকভাবে একজনের প্রাণহানির কথা বলা হয়েছিল। এ ঘটনায় দুদিন চাপা পড়ে থাকার পর ১৬ বছর বয়সী এক বালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত ১৬ জনের নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অনেকেই ছিলেন। জরুরি উদ্ধারকারী বাহিনী ধ্বংসাবশেষের নিচে চাপা পড়াদের ‍উদ্ধারে অভিযান চালিয়েছে। তবে প্রচেষ্টা সত্ত্বেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস, আনাদুলু নিউজ

পূর্ববর্তি সংবাদনিউজিল্যান্ডে গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল
পরবর্তি সংবাদজেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে না রাশিয়া : ইসরাইলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত