চট্টগ্রাম নাজিরহাট বড় মাদরাসার মাহফিল ৭ ও ৮ ফেব্রুয়ারি

সাদ আবদুল্লাহ মামুন ।।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান ফটিকছড়ির জামিয়া আরাবিয়া নাছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার দুই দিনব্যাপী ১০৮তম বার্ষিক মাহফিল আজ ও আগামী কাল।

বৃহস্পতি ও শুক্রবার (৭ ও ৮) ফেব্রুয়ারি মাদরাসা ময়দানে মাহফিল অনুষ্ঠিত হবে।

যথারীতি মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি। বিশেষ মেহমান হিসাবে থাকবেন বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী।

এ ছাড়া মাহফিলে বাংলাদেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ বয়ান করবেন।

মাহফিল উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা, ছাত্র ও দ্বীনদার মানুষ নাজিরহাট মাদরাসায় পৌঁছেছেন।

নাজিরহাট মাদরাসার মুহতামিম হযরত মাওলানা শাহ ইদ্রীস সাহেব সর্বশ্রেণির দীনদার মুসলিমকে মাহফিলে শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদপঞ্চগড় ডিসি অফিসে বৈঠক : তীব্র প্রতিবাদের মুখেও হচ্ছে কাদিয়ানি ইজতেমা
পরবর্তি সংবাদভাষা আন্দোলনে ইসলামি চিন্তাবিদ অধ্যাপক শাহেদ আলীর ভূমিকা