বিটিআরসি ২৪৪টি ‘পর্নো ওয়েবসাইট’ বন্ধের নির্দেশ দিয়েছে

ইসলাম টাইমস ডেস্ক:  ইন্টারনেটে সহজলভ্য কিছু চূড়ান্ত অশ্লীল (পর্নো) ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সংস্থাটি ২৪৪টি ‘ওয়েবসাইট (ডোমেইন ও লিংক)’ বন্ধের নির্দেশ দেয়।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) সংশ্লিষ্ট পর্নো সাইটগুলো বন্ধের নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনা পেয়ে আইআইজিগুলো তা কার্যকর করতে শুরু করেছে বলে জানা গেছে।

কোন ধরনের কতগুলো পর্নো সাইট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বিটিআরসি তার একটি তালিকা দিয়েছে। প্রাসঙ্গিকতা না থাকায় এখানে সেগুলো উল্লেখ করা হলো না্।

এর আগে দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন, ‘২৪৪‌টি প‌র্নো সাইট বন্ধ ক‌রে‌ছি। অভিযান চলছে। চলবে।’

এর আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আমাদের সক্ষমতার অভাবে এগুলো চিরদিনের জন্য বন্ধ করা সম্ভব হচ্ছে না। কিছুদিন বন্ধ থাকার পরে সাইটগুলো আবারও সচল হচ্ছে। এটাই বড় চ্যালেঞ্জ। শিগগিরই আমরা পর্নো সাইট বন্ধের সক্ষমতা পুরোপুরি অর্জন করতে সক্ষম হবো।’ তিনি আরও বলেছিলেন, ‘ইউটিউবও পর্নোগ্রাফির একটা বড় উৎস। ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আমাদের এ বিষয়ক অনুরোধ রাখবে বলে জানিয়েছে।’

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, ‘বিটিআরসির নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এর মধ্যে সবগুলোই পর্নো সাইট নয়। অনেক লিংক আছে যেগুলো পর্নো কনটেন্ট রয়েছে। সাইটগুলোর মধ্যে দেশি ও বিদেশি সাইট রয়েছে।’

তিনি জানান, এট একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন সময়ে এগুলো বন্ধের নির্দেশনার পাওয়ার পরে সেগুলো বন্ধও করা হয়েছে। কিন্তু পর্নো সাইটের নির্মাতারা কারিগরিভাবে বেশি শক্তিশালী হওয়ায় প্রযুক্তির আশ্রয় নিয়ে সাইটগুলো আবারও সচল করে ফেলে।

পূর্ববর্তি সংবাদবাদ মাগরিব শুরু হলো ইজতেমা মাঠের কাজ, কাল সকাল থেকে চলবে পুরো দমে
পরবর্তি সংবাদরোহিঙ্গা ঠেকাতে সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী