উচ্চ শব্দে গান, শব্দ দূষণের দায়ে দু’জনের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় রাতে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ করায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভোরে উপজেলার ফকিরহাটে এক বিয়ে বাড়িতে এই ঘটনা ঘটে।

অভিযুক্তদের এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে তাদের কারাগারের পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা-পুলিশ। দণ্ডিত ব্যক্তিরা হলেন, মুহাম্মদ সাজ্জাদ (১৮) ও মুহাম্মদ কাইসার। তাদের বিরুদ্ধে শব্দ দূষণের অভিযোগ আনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই বিয়ের বাড়িতে উচ্চ শব্দে গান বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছিল। এতে এসএসসি পরীক্ষার্থীসহ আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন বলেন, রাত ১১টার পর উচ্চ শব্দে গান বাজনা বা কোনো ধরনের শব্দ দূষণ না করার জন্য সতর্ক করে সাউন্ড ও মাইক ব্যবসায়ীদের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে শব্দ দূষণ করা হচ্ছিল।

পূর্ববর্তি সংবাদপাকিস্তানের নমনীয়তার কারণে কাশ্মিরের জনগণ বঞ্চিত হচ্ছে: মাওলানা ফজলুর রহমান
পরবর্তি সংবাদসিলেটে ইলমী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন