ফিলিস্তিনিদের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তিনিদেরকে সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।

গণমাধ্যমে পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা জানিয়ে তুর্কী সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন কর্তৃক ফিলিস্তিনে নিরাপত্তা প্রদানসহ অন্যান্য সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিলো।অধিকৃত পশ্চিমতীর, গাজা এবং জর্ডানে অবস্থানরত ফিলিস্তিনিরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

এ ব্যাপারে ফিলিস্তিনের সরকারি কর্মকর্তা সায়েব আরিকত বলেন, আমাদের প্রধানমন্ত্রী রামী হামদুল্লাহ আগেই যুক্তরাষ্ট্রকে নিরাপত্তাসহ সবরকমের সহযোগিতা বন্ধের আবেদন জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন,ফিলিস্তিনিরা এমন কিছু করছে না-যা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পরিগণিত হবে আর এটা বন্ধের জন্য ওয়াশিংটন আমাদের অনুরোধ জানাবে।

পূর্ববর্তি সংবাদইজতেমা ইস্যুতে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক, সিদ্ধান্ত আসতে পারে যেসব বিষয়ে
পরবর্তি সংবাদনোয়াখালীতে ৯ বছরের দীন ইসলাম সাড়ে ৩ মাসে কোরআনের হাফেজ