ফিলিস্তিনিদের ওপর ইহুদিদের হামলা বেড়ে গেছে : জাতিসংঘ

ইসলাম টাইমস ডেস্ক : দখলকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইহুদিদের দীর্ঘ ও সহিংস হামলায় উদ্বেগ প্রকাশ করছে জাতিসংঘ। খবর আল-জাজিরার

জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রুপার্ট কোলভেলি এক বিবৃতিতে বলেন, ৩০ জন ইসরাইলির একটি সশস্ত্র গ্রুপ ফসলের ক্ষেতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এর পর গ্রামে গিয়ে স্থানীয় অধিবাসীদের ওপর চড়াও হয়। এ সময় গ্রামবাসীর ওপর হামলা চালাতে তাজা গুলি ব্যবহার করা হয়েছে। ফিলিস্তিনিদের বসতবাড়িতেও হামলা চালিয়েছে অবৈধ ইহুদিরা।

দখলদারদের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি গুলিবিদ্ধ ও আহত হন। এতে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর যখন হামলা চালানো হয়, তখন গ্রামের কাছে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন। তাদের হামলার ঘটনা জানানো হলেও অন্তত দুই ঘণ্টা লাগে সাড়া দিতে।

বিবৃতিতে বলা হয়, পরে ইসরাইলি বাহিনী এসে ফিলিস্তিনি গ্রামবাসীর ওপর কাঁদানে গ্যাস ছোড়ে। ইহুদি সেনারা আসার পরেই তাজা গুলিতে অধিকাংশ ফিলিস্তিনি আহত হন।

কোলভিলে বলেন, এ রকম হামলা থেকে ফিলিস্তিনিদের রক্ষায় দখলদার ইসরাইলকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে এবং হামলায় দায়ী ইহুদিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

পূর্ববর্তি সংবাদএখনই বিদেশ যাচ্ছেন না আল্লামা বাবুনগরী
পরবর্তি সংবাদশিরীন শারমিনই স্পিকার