শেখ মুজিব না হলে বাংলাদেশ হতো না: রাবি উপাচার্য

ইসলাম টাইমস ডেস্ক: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্রও তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের দূতাবাসে, জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর এ ঋণ কোনো দিন শোধ করার নয়। নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। তাই আপনারা নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করেছেন। স্বাধীনতাবিরোধী পরাজিত অপশক্তি এখনও দেশকে ধ্বংসের জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে,’ বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ।

রাজশাহীর মোহনপুর ডিগ্রী কলেজ সরকারি করায় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) এলাকার নবনির্বাচিত এমপি আয়েন উদ্দিনের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে মোহনপুর সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। কলেজের সহকারী অধ্যাপক আসাদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কলেজের প্রভাষক সালাউদ্দিন।

এম আব্দুস সোবহান আরো বলেন, সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যত উন্নয়ন হয়েছে, উন্নয়ন সবার সামনে আজ দৃশ্যমান। বঙ্গবন্ধুর পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার-উল-হালিম, সহকারী কমিশনার (ভূমি) মীর্জা ইমাম উদ্দিন, সাবেক অধ্যক্ষ মফিজ উদ্দিন মোল্লা,আনিচুর রহমান, রাজকুমার সরকার, সিনিয়রসহ-সভাপতি দিলীপ কুমার সরকারতপন, রস্তুম আলী প্রাং, পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, খলিলুর রহমান, আল- আমিন বিশ্বাস, এমাজ উদ্দিন খান, অফিসার ইনচার্জ(ওসি) আবুল হোসেন, (ওসি)তদন্ত আফজাল হোসেনসহ শিক্ষক, অভিভাবক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তি সংবাদ১০ থেকে ১৭ বছর বয়সীদের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে: ইসি
পরবর্তি সংবাদআশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক নদীতে