ময়মনসিংহে শম্ভুগঞ্জ শাহী মসজিদের মাহফিল অনুষ্ঠিত

সাদ আবদুল্লাহ মামুন ।। 

মাহফিলে আলোচকগণ বলেন, আল্লাহ দেওয়ার বিধান এবং রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করে চললে দুনিয়া ও আখেরাতে উভয় জগতে কামিয়াবি আসবে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) মোমেনশাহি শম্ভুগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড (পাওয়ার স্টেশন রোড) কেন্দ্রীয় শাহী জামে মসজিদের বার্ষিক মাহফিলে আলোচকগণ এ কথা বলেন।

তারা আরও বলেন, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া এবং আখেরাতের জীবনকে ভুলে যাওয়া এটা মানুষকে দুনিয়াতেই বিপন্ন করে তোলে। কোনো কোনো পশ্চিমা দেশ অবারিত ভোগ-সম্ভোগে ডুবে যাওয়ার কারণে সেখানকার মানুষ এখন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এ থেকে বোঝা যায়, মুসলমানরা যদি তাদের দীন ও শরীয়তের নির্দেশিত পথে তাদের জীবন পরিচালিত করে তাহলে দুনিয়াতেও তাদের শান্তির জীবন যাপন করতে পারবে এবং আখেরাতের অনন্ত জীবনেও সফলতা লাভ করবে।

মাহফিলে আলোচনা করেন- হযরত মাওলানা আবদুর রহমান হাফেজ্জী, হযরত মাওলানা আবদুল হক, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি মাসুম বিন সিরাজ ও মাওলানা ফজলুল হক। মাহফিলে সভাপতিত্ব করেন মুফতি আহমাদ আলী।

মাহফিলটির আয়োজন ও বাস্তবায়নে মসজিদ কমিটি ও এলাকার দীনদার ধর্মপ্রাণ মুসুল্লীগণ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তি সংবাদফিলিস্তিনে প্রধানমন্ত্রীসহ সরকারের পদত্যাগ
পরবর্তি সংবাদসড়ক দুর্ঘটনা : কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত