পাসপোর্ট ফেরত পাচ্ছেন আল্লামা বাবুনগরী : সিদ্ধান্ত জানা যাবে বিকালে

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাসপোর্ট দ্রুততম সময়ে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিন।

আজ হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এই আশ্বাস দেন।

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহকারী যুগ্ম মহাসচিব মুফতি নুরুল আমীন ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল্লামা আহমদ শফী আজ যোগাযোগ করলে প্রধানমন্ত্রীর সামরিক সচিব পাসপোর্ট দ্রুততম সময়ে ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে ঠিক কখন ফেরত দেওয়া তা সুনির্দিষ্টভাবে জানাননি তিনি।

মুফতি নুরুল আমিন জানান, আজ বিকাল ৪টায় কখন ফেরত দেওয়া হবে তা জানাবেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ে অপারেশন হয়। আজ (২৯ জানুয়ারি) তাকে ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি হার্ট, কিডনি, প্রেসার ও বহুমুত্রসহ নানাবিদ রোগে আক্রান্ত। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু পাসপোর্ট না থাকায় তা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে আল্লামা বাবুনগরীর অসুস্থতার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষ। তারা আল্লামা বাবুনগরীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সরকারের কাছে।

পূর্ববর্তি সংবাদআওয়ামী লীগের ডাকের অপেক্ষায় ধানের শীষের এমপি!
পরবর্তি সংবাদপদক পেলেন পুলিশের ৩৪৯ কর্মকর্তা