আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্য আটক

ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলংকায় আটক করা মাদকদ্রব্য চোরাচালানের সঙ্গে জড়িত আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার বিপুল পরিমাণ ইয়াবা ও বৈদেশিক মুদ্রাসহ তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সাংবাদিকদের ব্রিফ করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

আটককৃতরা হলেন-ফাতেমা ইমাম তানিয়া (২৬), আফসানা মিমি (২৩) ও সালমা সুলতানা (২৬)। অন্য দুজন শেখ মোহাম্মদ বাঁধন ওরফে পারভেজ (২৮) ও রুহুল আমিন ওরফে সায়মন (২৯)।

মুফতি মাহমুদ জানান, ২০১৮ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন তিন বাংলাদেশি। ঢাকায় আটক পাঁচজন ওই চোরাচালান দলের সক্রিয় সদস্য।

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বরে শ্রীলংকার রাজধানী কলম্বোর মাউন্ট লাভিয়ান এলাকায় ২৭২ কেজি হেরোইন ৫ কেজি কোকেনসহ গ্রেপ্তার হন দুই বাংলাদেশি। একই এলাকা থেকে এর আগে গ্রেপ্তার হন আরেক বাংলাদেশি চোরাকারবারী।

পূর্ববর্তি সংবাদফরিদগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মারামারিতে আহত ৩০
পরবর্তি সংবাদআল্লামা বাবুনগরীর পাসপোর্ট নিয়ে হাসপাতালের পথে সামরিক সচিব