দুদকের মামলায় নিরপরাধ ব্যক্তি ৩ বছর ধরে কারাগারে

ইসলাম টাইমস ডেস্ক: দুদকের মামলায় নিরপরাধ ব্যক্তিকে প্রেপ্তার করে ৩ বছর ধরে কারাগারে আটক করে রাখা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালকসহ চারজনকে এই অভিযোগে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার হইকোর্টের বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ স্বতঃপ্রণোদিত (সুয়োমুটো) হয়ে এ আদেশ দেন।

আগামী ৩ ফেব্রুয়ারি দুদকের মহাপরিচালক (আইন) মইনুল ইসলাম, মামলার বাদী, আইন সচিবের প্রতিনিধি ও স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধিকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতারের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলায় নিরপরাধ পাটকলশ্রমিক জাহালম’র জেলখাটা নিয়ে  সোমবার একটি জতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, আবু সালেকের (মূল অপরাধী) বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন জাহালম। তিনি পেশায় পাটকলশ্রমিক।

জাহালমের কারাবাসের তিন বছর পূর্ণ হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

দুদক এখন বলছে, জাহালম নিরপরাধ প্রমাণিত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে একই মত দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। ফলে একটি মামলায় তার জামিন হয়েছে। আরও ৩২টি মামলায় জামিন পাওয়ার অপেক্ষায় আছেন তিনি।

পূর্ববর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় ইসলামের আলো জ্বালিয়েছেন যেসব জেলে
পরবর্তি সংবাদচীনের উইঘুর মুসলমানদের ওপর নির্যাতনে নারায়ণগঞ্জে প্রতিবাদ