ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়ার মাহফিলের আজ শেষ দিন

সাদ আবদুল্লাহ মামুন ।।

দেশের অন্যতম দীনি প্রতিষ্ঠান বিবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার ৩ দিনব্যাপী মাহফিলের শেষ দিন আজ।

গত বৃহস্পতিবার মাহফিলটি শুরু হয়েছে। আজ শনিবার দোয়ার মাধ্যমে শেষ হবে এটি। এবারের মাহফিলটি ১০৬ তম।

প্রতিবছর মাহফিলটিতে দেশ-বিদেশের প্রসিদ্ধ আলেম ও আলোচকগণ যোগদান করেন। এ বছরও ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে কয়েকজন মেহমান আগমন করেছেন।

জামিয়া ইউনুছিয়ার শাইখুল হাদীস আল্লামা আশেকে এলাহী দা.বা.-এর সভাপতিত্বে আজ মাহফিলে বয়ান করার কথা রয়েছে আল্লামা মনিরুজ্জামান সিরাজী, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীসহ প্রমুখ।

ঐতিহ্যবাহী মাহফিলটিকে কেন্দ্র বিবাড়িয়ার দীনদার মানুষ, আলেমসমাজ ও ছাত্রদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।

পূর্ববর্তি সংবাদঅমুসলিম নারীকে বিবাহের বিধান কী?
পরবর্তি সংবাদব্রাজিলে বাঁধধসে নিখোঁজ ৩ শতাধিক মানুষ