এবার শবরীমালায় প্রবেশকারী নারীকে বাড়ি থেকে বের করে দিল পরিবার

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ ভারতের প্রাচীন শবরীমালা মন্দিরে প্রবেশ কারী নারীদের একজনকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না তার পরিবার। কনকদুর্গা নামের ৪০ বছর বয়সী ওই নারী এ মাসের প্রথম দিকে শবরীমালা মন্দির থেকে বাড়ি ফেরার পর শাশুড়ির হাতে নির্যাতিত হন। শাশুড়ি কাঠ দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে কনকদুর্গা বাড়ি ফিরে দেখেন, স্বামীসহ শ্বশুরবাড়ির কেউ সেখানে নেই। পরে থানায় গিয়ে কনকদুর্গা জানতে পারেন, শ্বশুরবাড়ির লোকেরা চান না, সে বাড়িতে ফিরে আসুক।

পুলিশ কর্মকর্তা বলছেন, এখন বিষয়টি পারিবারিক সহিংসতার পর্যায়ে চলে গিয়েছে। এ কারণে কনকদুর্গা থানায় অভিযোগও দায়ের করেছেন।

এখন বিষয়টি আদালত পর্যন্ত গড়াবে। সমাজ কর্মী থাঙ্কাচান ভিথায়াতিল বলেন, বাড়িতে প্রবেশের অধিকার চেয়ে কনকদুর্গা বুধবার ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেছেন।

পূর্ববর্তি সংবাদছয় মাসের জামিন পেলেন প্রতিবন্ধী তারা মিয়া
পরবর্তি সংবাদমিশু জানে না, তার চোখের প্রদীপ আবার জ্বলবে কিনা