ফেব্রুয়ারিতে অভিন্ন ইজতেমা, আসছেন না মাওলানা সাদ

নিজস্ব প্রতিবেদক : আগামী ফেব্রুয়ারির যে কোনো সময় অভিন্ন ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তাতে অংশগ্রহণ করবেন না ভারতের বিতর্কিত তাবলিগি মুরব্বি মাওলানা সাদ।

আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত তাবলিগ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকটি আনুমানিক বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।

বৈঠক শেষে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ইজতেমা অনুষ্ঠিত হবে। তবে এখনও তারিখ নির্ধারিত হয়নি।

তিনি আরও জানান, যেহেতু মাওলানা সাদ আসছেন না তাই আপাতত দেওবন্দ যাওয়ার সিদ্ধান্তটি স্থগিত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ধর্ম সচিব মো. আনিছুর রহমান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান বেনজির আহমেদ, আইজিপি ড. জাবেদ পাটোয়ারী।

এছাড়াও আল্লামা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মোহাম্মদ যোবায়ের, মাওলানা রবিউল হকসহ উলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। অন্যদিকে সৈয়দ ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে মাওলানা আশরাফ আলীসহ একটি প্রতিনিধি দল অংশ নেন।

উভয় ধারার ১৫-১৬ জন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদইতিহাস ভুলেনি: ইতালির শাসক বেনিতো মুসোলিনি
পরবর্তি সংবাদইজতেমার তারিখ নির্ধারণে কাল ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক