কিশোরগঞ্জে উম্মুল কোরা একাডেমির মাহফিল অনুষ্ঠিত

সাদ আবদুল্লাহ মামুন ।।

কিশোরগঞ্জে উম্মুল কোরা একাডেমি ও বয়লা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ-মাহফিলে আলোচকগণ জীবনের সকল বিষয়ে ইসলামের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।

আলোচকগণ বলেন, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ দীন। এতে বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও নেই। ইসলামের অনুসরণেই রয়েছে দুনিয়ার জীবনে শান্তি এবং আখেরাতে নাজাত ও মুক্তি। সবাই কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। সন্তানকে কোরআনের শিক্ষা দিন। নিজেরাও কোরআনের শিক্ষা গ্রহণ করুন। এবং কোরআনি শিক্ষার সহযোগিতা করুন।

মাহফিলে সভাপতিত্ব করেন বয়লা ইমামবাড়ি মসজিদের খতিব মাওলানা সালাহ উদ্দিন। মাহফিলে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম আল্লামা আনোয়ার শাহ, মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, মাওলানা ইমদাদুল্লাহ, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা ড. খলিলুর রহমান খান।

উম্মুল কোরা একাডেমির মুহতামিম, আসাতিযায়ে কেরাম ও এলাকাবাসী মাহফিলটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তি সংবাদঅভিন্ন ইজতেমার ব্যাপারে যেভাবে একমত হলেন তাবলিগের দুই পক্ষ
পরবর্তি সংবাদবিশ্বের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী