অমুসলিমদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে কি?

প্রশ্ন : অনেক এলাকায় হিন্দু ও অমুসলিম পরিবার আছে। অভাব-অনটনের কারণে অনেক সময় তারা মানুষের কাছে হাত পাতে। জানার বিষয় হল, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে কি?

উত্তর : যাকাত কোনো অমুসলিমকে দেওয়া জায়েয নয়। তবে নফল সদকা অমুসলিমকেও দেওয়া যায়। সুতরাং হিন্দু (বা অমুসলিমদের) নফল সদকার অর্থ প্রদান করা যাবে।

বিখ্যাত তাবেয়ী ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, তাদেরকে (অমুসলিমদেরকে) যাকাত প্রদান করো না, নফল সদকা প্রদান কর। -(মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৫১৬; রদ্দুল মুহতার ২/৩৫১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; আলবাহরুর রায়েক ২/২৪২)

[ফতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা]

পূর্ববর্তি সংবাদতালেবানকে ‘রাজনৈতিক পক্ষ’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে চীন : পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত
পরবর্তি সংবাদঘুষের ৫ লাখ টাকাসহ আটক নৌ প্রকৌশলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা