ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে গর্ববোধ করছি: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (নিরাপত্তা আইন) করতে পারায় আমি গর্ববোধ করছি। বাংলাদেশের মতো দেশ এ আইনটি প্রণয়ন করেছে। এ জন্য গর্ববোধ করছি।

শনিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে অডিটরিয়ামে ‘চতুর্থ শিল্পবিপ্লব- আমরা কি প্রস্তুত’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

মোস্তাফা জব্বার বলেন, আইনটি প্রণয়নের জন্য কয়েকবার গালাগ‍াল খেয়েছি। পৃথিবীর অন্যান্য দেশকেও এখন আমাদের অনুসরণ করতে হবে। এ আইন কপি করা ছাড়া তাদের বিকল্প রাস্তা নেই।

তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় বিপ্লব হওয়ার সময় আমরা ছিলাম না। তৃতীয় বিপ্লবের সময় আমরা টের পাইনি। কিন্তু চতুর্থ বিপ্লবে আমরাই নেতৃত্ব দেব। আমাদের নেতৃত্বে চতুর্থ শিল্পবিপ্লব হবে।

পূর্ববর্তি সংবাদনির্বাচন সুষ্ঠু হয়েছে এটা সরকারি দল ছাড়া আর কেউ বলছে না : ড. কামাল
পরবর্তি সংবাদচীনে ইসলাম ধর্ম ‘পরিবর্তনের’ চেষ্টা