আগামীকাল হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

ইসলাম টাইমস ডেস্ক : আগামীকাল শুক্রবার (১১ জানুয়ারি) দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিআতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন।

ইতোমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে হাটহাজারী মাদরাসায় পৌঁছেছেন আলেম ওলামা, ছাত্র ও দ্বীনপ্রাণ সাধারণ মানুষ।

দেশবরেণ্য উলামায়ে কেরাম মাহফিলে বয়ান করবেন।

দস্তারবন্দী সম্মেলনে জামিয়ার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী দস্তারে ফজিলত প্রদান করবেন।

১৪৩৯ হিজরী সনের শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের মাহফিলের  ১১  জানুয়ারি এশার নামাজের পর এ দস্তরে ফজিলত প্রদান করা হবে।

দস্তারে ফজিলত গ্রহণের জন্য ফারেগীনদের আজ ১০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০টা ও বাদ আসর হতে এশা পর্যন্ত এবং ১১ জানুয়ারি, জুমাবার বাদ আসর হতে মাগরিব পর্যন্ত সময়ে জামিয়ার দপ্তরে তালীমাত হতে টোকেন সংগ্রহ করার জন্য বলেছে মাদরাসার কর্তৃপক্ষ।

পূর্ববর্তি সংবাদস্থগিত গাইবান্ধা-৩ আসন থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেন ধানের শীষ ও হাতপাখার প্রার্থীরা
পরবর্তি সংবাদআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০