নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য : প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুনদের মন্ত্রী বানানোর মানে এই নয় যে পুরোনোরা ব্যর্থ ছিলেন। পুরোনোরা সফল ছিলেন বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। তবে নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য।

মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের সব কাজ বুঝে এরপর করে পুরোনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এসব বিষয়ে সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখবো।

পূর্ববর্তি সংবাদবান্দরবানে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
পরবর্তি সংবাদমানুষ ইসলামি খেলাফতের জন্য অপেক্ষা করছে : মাওলানা মামুনুল হক