জয়পুরহাট সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেটসহ কোটি টাকার ভারতীয় পণ্য আটক 

ইসলাম টাইমস ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে আমদানি নিষিদ্ধ মোটাতাজাকরণ ও নেশাজাতীয় ভারতীয় ট্যাবলেট (ওষুধ)সহ প্রায় ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি।

রোববার পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় মালামালগুলো জব্দ করা হয়।

জয়পুরহাটের ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবির অতিরিক্ত পরিচালক আবু নাঈম খন্দকার সাংবাদিকদের জানান, রোববার সকালে কয়া ক্যাম্পের বিজিবির টহল দল ভুঁইডোবা গ্রামের ফাঁকা মাঠের মধ্য থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২ লাখ ১৬ হাজার পিস ডেক্সন ট্যাবলেট, ৩ লাখ ১০ হাজার পিস পেরপটিন ট্যাবলেট, ৯ কেজি ওজনের বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী ও ৮টি শাড়ি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করা ভারতীয় মালামালগুলোর আনুমানিক মূল্য (সিজার মূল্য) ধরা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকা।

তিনি জানান, দুপুরে জব্দকৃত ওই ভারতীয় ওষুধসহ মালামালগুলো দিনাজপুরের হিলি শুল্ক গুদামে (কাস্টমস্) জমা দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদমেয়াদপূর্ণ হওয়ার আগেই মালয়েশিয়ার সুলতানের পদত্যাগ
পরবর্তি সংবাদদিনাজপুরে রাস্তা থেকে বস্তাভর্তি সরকারি বই উদ্ধার