মুফতি আবদুস সালাম চাটগামী গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক : জামিয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নুরি টাউন করাচির সাবেক প্রধান মুফতি, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মুফতি ও মুহাদ্দিস আল্লামা আব্দুস সালাম চাটগামী গুরুতর অসুস্থ।

হাটহাজারী মাদরাসার দাওরায়ে হাদিসের ছাত্র জুনায়েদ আহমদ ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৮ ডিসেম্বর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের পর চৌকিতে বসার সময় তিনি ফ্লোরে পড়ে যান। পরে হাটহাজারীর আলিফ হসপিটালে ভর্তি করা হলে তাঁর বাম পায়ের উরুর হাড় ভেঙ্গে গেছে বলে চিকিৎসকরা জানান।

জুনায়েদ আহমদ আরও জানান, প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর মুফতি আবদুস সালাম মাদরাসায় ফিরে আসেন। তবে বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এবং পুরোপুরি শয্যাশায়ী। উঠা-বসা ও হাঁটা-চলা করতে পারছেন না।

তিনি হাটহাজারীর মাদরাসার ছাত্র-শিক্ষকের পক্ষ থেকে মুফতি আবদুস সালামের আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদমন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা
পরবর্তি সংবাদবাদ পড়লেন যেসব মন্ত্রী