ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ মঞ্চ তৈরির আহবান মাওলানা মামুনুল হকের

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.-এর সন্তান মাওলানা মামুনুল হক জাতীয় রাজনীতিতে ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ মঞ্চ তৈরির আহবান জানিয়েছেন।

আরও পড়ুন : আটক নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক

আজ ৩ জানুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এ জাতীয় দলগুলোর ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি এখন সময়ের দাবি এবং অতীতের চেয়ে সবগুলো ইসলামি দলের মানসিকতা এই মুহূর্তে অনুকূল।’ অপেক্ষমান জনতা ও সমর্থকদের ব্যাকুলতার কথা বোঝাতে গিয়ে তিনি বলেন, ‘মুসল্লিরা সব প্রস্তুত, অপেক্ষা শুধু আযানের। শীঘ্রই যদি সে আযানের ধ্বনি শোনা যায়, সেটাই হবে প্রত্যাশিত …।’

নির্বাচনোত্তর পরিবেশে বামজোটের প্রতিবাদী ভূমিকার কথা উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আরো বলেন, ‘গণমানুষের আশা-আকাঙ্ক্ষা বুঝতে না পারলে, তাতে সাড়া দিতে না পারলে রাজনীতিতে ভালো ভূমিকা রাখা সম্ভব না। জাতীয় ইস্যুতে জাতির আশার প্রতিফলন ঘটিয়ে মাঠে নামছে বাম-জোট।’

পূর্ববর্তি সংবাদসরকারেই থাকবে জাতীয় পার্টি : রাঙ্গা
পরবর্তি সংবাদসাজা দিলে দিয়ে দেন, আমি এ আদালতে আর আসব না : খালেদা জিয়া