গজব নাজিল হলে কেউ রেহাই পায় না

লিসানুল হক ।।

পাপীদের জন্যে জাহান্নামে যে ভয়াবহ আযাব অপেক্ষা করছে তা রাসূল ﷺ সরাসরি প্রত্যক্ষ করেছেন৷ এজন্যে তিনি অপরাধীদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দিতেন এবং পাপী যেন তাওবাহ করে ফিরে আসে তার জন্যে সর্বশেষ চেষ্টা চালিয়ে যেতেন৷ যাতে করে পরকালীন আযাব থেকে মুক্তি পেয়ে যায়৷ যেসব নারী-পুরুষ স্বেচ্ছায় পারস্পরিক সন্তুষ্টিতে ব্যভিচারে লিপ্ত হয় তাদের শাস্তি বড় ভয়ানক৷ ভাবতেও গা শিউরে উঠে৷

ব্যভিচারীদের শাস্তি সম্পর্কে যে বিবরণ হাদীসে এসেছে তা দেখলে ধর্ষকদের শাস্তি নিয়ে ভাবি৷ আর এহেন ঘৃণিত পাপ যখন রাষ্ট্রীয় সহায়তায় ক্রমে বেড়ে উঠতে দেখা যায় তখন দেশটাকেই জাহান্নাম মনে হয়৷ একদিকে ব্যভিচারের সয়লাব৷ তবু ব্যভিচারীদের খাহেশ মিটে না৷ ধর্ষণই যেন ওদের পৈশাচিক জীবনের একমাত্র কাজ৷ বরং অনেক ধর্ষক এমনও আছে যারা গডফাদারদের থেকে আলাদা পুরস্কার ও নিয়মিত ভাতাও পায়৷

এমনও শোনা যায় যে, হরেকরকম নেশাদ্রব্য একসঙ্গে মিশিয়ে খেয়ে তারপর পূর্ণ একটা নরপিশাচের রূপ নিয়ে হত্যাযজ্ঞ অথবা ধর্ষণে উন্মত্ত হয়ে উঠে৷ এটা ওদের পেশাগত কাজ৷ কেউ পেশাদার খুনী, কেউ পেশাদার ধর্ষক, আর কেউ একসঙ্গে দুটোই করে৷ এরা স্বাভাবিকভাবে যেমন বেড়ে উঠে না, তেমনি এদের পাতকী জীবনের সমাপ্তিও কখনও স্বাভাবিকভাবে ঘটে না৷ আমাদের তো সব ঘটনার সংবাদ জানা থাকে না, কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহর ইলমে সবই আছে৷ তার মানে দেশের জনগণ বিশেষত মুসলমানরা কি দায়মুক্ত হতে পারবে? যে দেশে অহরহ রাজনৈতিক দল ও দলনেতা আছে; এমতাবস্থায় নেতারা কি দলীয় ভাবনায় মগ্ন থাকবে, না জাতীয় সমস্যা নিয়ে মাথা ঘামাবে সেটা তাদের ব্যাপার৷ তবে নীরবতা বা নির্লিপ্ততার পরিচয় দিলে নিজেরাও ধর্ষক খুনীদের প্রশ্রয়দাতা হিসেবে আল্লাহর দরবারে ধৃত হবে কিনা এটাই আমার আশঙ্কা৷

বছরের পর বছর একটি দেশে খুন ধর্ষণ ব্যাপকভাবে চলতে থাকা শুভ লক্ষণ নয়৷ এটা বড় ধরনের খোদাঈ গজব নাযিল হবার পূর্বাভাস৷ আর গজব নাযিল হয়ে গেলে তখন পীর বুজুর্গ কেউ নিরাপদ থাকে না৷ পাপী- নিষ্পাপ সবার উপর যুগপৎ অবতীর্ণ হয়৷

গজব আকাশ থেকে নাযিল হতে হবে না৷ খোদ ধর্ষণই ব্যাপকহারে সংঘটিত হতে থাকা একটা গজব৷ আল্লাহ আমাদের হেফাযত করুন৷ আমাদের মা-বোনদের হেফাযত করুন৷ হে আল্লাহ, তুমিই একমাত্র ভরসা৷ এই জনপদের জালিমদের তুমিই পাকড়াও করো৷

লেখক : মুহাদ্দিস, আলেম-লেখক

পূর্ববর্তি সংবাদনির্বাচন সংক্রান্ত সব অভিযোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে : ইসি সচিব
পরবর্তি সংবাদনতুন সাংসদদের শপথ আজ